পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে জবাব দেব : বাইডেন

ডেস্ক নিউজ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিন যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন, তাহলে আমরা জবাব দেব।

তিনি বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের ধরনের ওপর নির্ভর করবে আমাদের জবাব কেমন হবে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন।

শুক্রবার এএফপির খবরে বলা হয়, ন্যাটোর নেতারা ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এরই অংশ হিসেবে ইউরোপের পূর্বাঞ্চলীয় বহরে ৪০ হাজার সেনা সদস্য পাঠানো হবে।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকেই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সহযোগিতা চেয়ে আসছেন।

আরও খবর