শ্রীপুরে ‘জমি লিখে না দেওয়ায়’ বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর (তাঁতীসুতা) গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবদুল হেকিম ফকির (৬২) মৃত ছুমেদ আলী ফকিরের ছেলে। তিনি বাড়িতে থেকে ও মসজিদে নামাজ পড়ে সময় কাটাতেন।
নিহতের বোন সফুরা খাতুন জানান, তার ভাইয়ের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি লোহাগাছের শাহনাজ বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। শাহনাজের নামে দুই গন্ডা জমি লিখে দিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হত।
হেকিম ফকিরের লাশ ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় চাদর পেঁচানো অবস্থায় ঝুলে ছিল। নামাজ পড়ার রুমাল দিয়ে তার দুই পা-ও বাঁধা ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মো. নাসিম জানান, সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফাঁস নেওয়ার দৃশ্য সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।