গাজীপুর থেকে ছিনতাই হওয়া গরু-মহিষ মিলল দিয়াবাড়ির খামারে
আলোকিত প্রতিবেদক : গাজীপুর থেকে ছিনতাই হওয়া ১৫টি গরু ও দুটি মহিষসহ দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকার দিয়াবাড়ি এলাকার খামার মালিক আবুল কাশেম (৪৩) ও সহযোগী মনির হোসেন (২৫)।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, রিমন নামের এক ব্যবসায়ী সোমবার ১৫টি গরু ও দুটি মহিষ নিয়ে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে কালিয়াকৈরের চন্দ্রা ফ্লাইওভারের কাছে একটি গরু অসুস্থ হয়ে পড়ে।
পরে ট্রাক থামালে ছিনতাইকারীরা ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ও মহিষগুলো নিয়ে যায়। ব্যবসায়ী ও চালককে একটি মাইক্রোবাসে তুলে হাত-পা বেঁধে রাজেন্দ্রপুর এলাকায় ফেলে দেয়।
এ ঘটনায় ডিবির ওসি আমির হোসেনের নেতৃত্বে একটি দল প্রযুক্তি ব্যবহার করে কাশেমের খামার থেকে গরু ও মহিষ উদ্ধার করে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।