ত্রাস সৃষ্টি : গাজীপুরে ভোটের আগে প্রার্থিতা হারালেন শিরিষ

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের আগের দিন প্রার্থিতা হারালেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান শিরিষ।

নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেব না-এমন বক্তব্য দিয়ে ত্রাস সৃষ্টি ও ভীতি প্রদর্শনের দায়ে তার প্রার্থিতা বাতিল করা হয়।

বুধবার নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আজিজুর রহমান শিরিষ গত সোমবার সন্ধ্যায় নগরীর পূবাইল এলাকার কলের বাজারে বেআইনি মিছিল ও জনসভা করে ওই হুমকি দেন।

পরে নির্বাচন কমিশনের নির্দেশে রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন।

ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনারের সামনে ওই প্রার্থী ক্ষমা প্রার্থনা করলেও গৃহীত হয়নি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আজিজুর রহমান শিরিষ গত দুই নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি একই সঙ্গে পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি।

আরও খবর