গাজীপুর সিটি নির্বাচনে ৫০ শতাংশের মত ভোট পড়েছে : ইসি আলমগীর

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমরা আশা করছি ৫০ শতাংশের মত ভোট পড়েছে। তবে মোট হিসাব করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, পর্যবেক্ষক টিম ও গণমাধ্যমের কাছ থেকে যে খবর পেয়েছি, সেটি হচ্ছে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যেসব প্রার্থী অংশগ্রহণ করেছেন, তারা সবাই বলেছেন নির্বাচন ব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি মো. আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সিসিটিভিতে দুটি কেন্দ্রে আমরা দেখেছিলাম, এজেন্ট ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। তখন আমরা ফোন দিয়ে তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি।

মো. আলমগীর আরও বলেন, প্রায় সাড়ে চার হাজার সিসিটিভিতে ভোট মনিটরিং করা হয়েছে। একবারে তিন থেকে ৪০০ সিসিটিভি দেখা গেছে। এই উদ্যোগটাই আমাদের সফলতা।

আরও খবর