শিক্ষক আলী আকবরের কবিতা ‘ভেজাল’

ভেজাল

-আলী আকবর

ভেজাল ভেজাল সবই ভেজাল

ভেজাল ভরা দেশ

ভেজাল ভিড়ে আসল চেনা

কষ্টের নেই যে শেষ।

মনে ভেজাল ধনে ভেজাল

ভেজাল নারীর রূপে

ভেজাল নাশে জীবন এখন

গহিন মৃত্যুর কূপে।

চালে ভেজাল ডালে ভেজাল

ভেজাল দেখি ডিমে

দুধে ভেজাল ঘিয়ে ভেজাল

ভেজাল আছে ক্রিমে।

ফলে ভেজাল জলে ভেজাল

ভেজাল রসিক প্রেমে

বায়ু ভেজাল ফুলেও ভেজাল

আটকে পড়া জ্যামে।

সুরে ভেজাল লয়ে ভেজাল

ভেজাল মম সংগীতে

কান্নায় ভেজাল মায়ায় ভেজাল

ভেজাল মোদের ভঙ্গিতে।

নেতা ভেজাল কথা ভেজাল

ভেজাল সকল পণ্যে

ভেজাল ভরা কর্মকাণ্ড

ভাসছে বাংলার শূন্যে।

আরও খবর