কাপাসিয়ায় ইদ্রিস হত্যাকাণ্ড : জাহিদের ঘরে মিলল অস্ত্র-গুলি
মাহাবুর রহমান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় বিদেশ ফেরত ইদ্রিস আলী (৩০) হত্যার ঘটনায় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে টোক বাইপাস মোড়ের ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়।
যে ঘরে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, ওই ঘরে রবিন ভূঁইয়ার ভাগিনা ও সন্দেহভাজন সৈয়দ জহির আহসান জাহিদ থাকেন।
অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ২৩টি গুলিসহ একটি পিস্তল, ৩৯টি গুলিসহ ২২ বোরের একটি বন্দুক, ডেগার, কুড়াল, টেঁটা, বঁটি ও কাঁচি।
এর আগে সকালে সালোয়ার টেকির মফিজ উদ্দিনের ছেলে ইদ্রিস আলীর লাশ ভূঁইয়া বাড়ির পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী সুমাইয়া আলোকিত নিউজকে বলেন, আমার স্বামীকে সোমবার বিকেলে মেরে ফেলার হুমকি দিয়েছিল জাহিদ। দুই-তিন দিন আগে বুকে পিস্তলও ঠেকিয়েছিল।
তিনি আরও বলেন, আমার স্বামী জাহিদের কেয়ারটেকার ছিল। কিন্তু সে-ই আমার স্বামীকে খুন করেছে।
স্থানীয়রা জানান, মৃত মোতালিব ভূঁইয়ার ছেলে-মেয়েদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সিদ্দিকা ভূঁইয়ার ছেলে জাহিদ নিহত ইদ্রিসের সহযোগিতায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি দখল করেন।
সম্প্রতি পাওনা টাকা নিয়ে জাহিদ ও ইদ্রিসের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিরোধ মিটেও যায়।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জহিরুল ইসলাম ও কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি বলেন, বাদী পক্ষের এজাহার পেয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত অস্ত্র পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন : কাপাসিয়ার টোকে বিদেশ ফেরত ব্যক্তিকে কুপিয়ে হত্যা