গাজীপুরের ভোগড়া থেকে দেড় টন পলিথিন জব্দ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে প্রায় দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নগরীর ভোগড়া বাইপাস বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্র জানায়, তিনটি দোকান থেকে প্রায় এক হাজার ৭৪০ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও শান্ত জেনারেল স্টোরের মালিক সাইফুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের উপস্থিতি টের পেয়ে অন্য পলিথিন ব্যবসায়ীরা পালিয়ে যান।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মমিন ভূঁইয়া, রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন প্রমুখ।