সরকারি কর্মচারীদের গ্রেফতারের আগে পূর্বানুমতি লাগবে না

আলোকিত প্রতিবেদক : সরকারি কর্মচারীদের গ্রেফতারের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৯ সালের ১ অক্টোবর থেকে সরকারি কর্মচারী আইনের ওই বিধান কার্যকর করেছিল সরকার।

পরে বিশেষ সুবিধা সংক্রান্ত আইনের ৪১ (১) ধারাটি সংবিধানের পরিপন্থী উল্লেখ করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে একটি রিট করে।

রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, রায়ের ফলে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত সরকারি কর্মচারীদের গ্রেফতারের আগে আর পূর্বানুমতি লাগবে না।

শুনানিতে তিনি আদালতকে বলেছিলেন, সংবিধান অনুসারে সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। সরকারি চাকরি আইনের ওই ধারা বৈষম্যমূলক।

আরও খবর