মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘মিথ্যা বড় মিষ্টি কথন’

মিথ্যা বড় মিষ্টি কথন

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

আজব কী জমানা এল

মিথ্যা কথা বলতে নেই বাধা

সত্য বললে বউ গোসসা

বন্ধুবান্ধব সবাই রাগ!

সত্য কথায় বাস্তবতা

সঠিক ফলে দিনে-রাতে।

যানজটে পড়ে গিয়ে

মোবাইলে চলে মিথ্যার বুলি!

এপাশ হতে মিথ্যা বললে

ওপাশ হতে বুঝবে কেমনে

মিথ্যা বড় মিষ্টি কথন!

বন্ধু আমার অভাব কীসের

এলিয়ন গাড়ি চড়ে

আসব তোমার বাড়ি

নিতে টাকা ধারে।

নিরাশ তুমি করবে না

বুঝেই এসেছি

ধারের টাকা ফিরিয়ে দিব

একবার শুধু পেলে হাতে।

মিথ্যা বড় মিষ্টি কথন

সমাজ গেল গর্তে!

আরও খবর