থানার ওসি চাইলেই হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারেন : আইজিপি
আলোকিত প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, থানার ওসি চাইলেই হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারেন। মানুষের জন্য কাজ করে তাদের হৃদয় ও মন জয় করা যায়।
তিনি বলেন, পুলিশ যত ভালো কাজ করুক না কেন, একটি খারাপ কাজ সব অর্জনকে নষ্ট করে দেয়। কোন পুলিশ সদস্য যদি অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে সেটা বন্ধ করতে হবে।
শনিবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তৃতাকালে আইজিপি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, জুনিয়রদের যোগ্য করে গড়ে তোলা সিনিয়রদের দায়িত্ব। প্রত্যেক পুলিশ সদস্যের সম্মান ও মর্যাদাবোধ থাকতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু প্রতিটি ইউনিয়নে থানা করার যে স্বপ্ন দেখেছিলেন, মূলত বিট পুলিশিং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যকর অবদান রাখতে পারে।