শ্রীপুরে যুবককে পিটিয়ে হত্যা, ৫ ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত রানা মিয়া (২৮) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন।
আসামিরা হলেন কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আবদুল করিমের ছেলে শিপন মিয়া (২৫), আকাশ মিয়া (২২), উজ্বল মিয়া (২৫) ও আবুল কাশেমের ছেলে ইমন (২৬)।
এর আগে শনিবার রাতে রানাকে ভ্যানগাড়ি চুরির অভিযোগ তুলে পিয়ার আলী কলেজের পেছনে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার বাদী জানান, প্রধান আসামি শিপন ভাঙারি ব্যবসায়ী। সম্প্রতি তার পাঁচটি ভ্যানগাড়ি চুরি হয়। পরে রানাকে আটকে রেখে মারপিট ও স্ট্যাম্পে স্বীকারোক্তিমূলক স্বাক্ষর নেওয়া হয়।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি বারবার তাদের পায়ে ধরলেও তারা ছেলেকে ছাড়েনি। মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলের বুকের পাজর ও হাত-পা ভেঙে মেরে ফেলল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মামলায় ওই পাঁচজনসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।