কাপাসিয়ার সূর্য্যনারায়ণপুর বিটের কাছে অবৈধ স’মিল!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার সূর্য্যনারায়ণপুর বিটের কাছে অবৈধ স’মিল গড়ে উঠেছে।

রাজেন্দ্রপুর রেঞ্জের সূর্য্যনারায়ণপুর বিট অফিস থেকে স’মিলটির দূরত্ব এক কিলোমিটার।

অথচ স’মিল রুলস-২০১২ অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চল থেকে ১০ কিলোমিটারের মধ্যে স’মিল স্থাপন বা পরিচালনা দন্ডনীয় অপরাধ।

সরেজমিনে জানা যায়, সূর্য্যনারায়ণপুর বিট অফিসের পূর্ব দিকে মুচিবাড়ি সাইনবোর্ড এলাকায় ঢাকা-কাপাসিয়া রোডের উত্তর পাশে ওই স’মিল স্থাপন করা হয়েছে। মিলটির কোন অনুমোদন নেই। দিন-রাত অবাধে বিভিন্ন গাছ চেরাই চলছে।

উপস্থিত সিরাজ উদ্দিন বেপারী আলোকিত নিউজকে জানান, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মিল চালু করা হয়েছে। তিনি দেখাশোনা করেন। মালিক সূর্য্যনারায়ণপুরের রাজু।

একাধিক এলাকাবাসী জানান, ওই স’মিলে রাতের আঁধারে গজারি গাছ চেরাই করা হয়। বিট অফিসকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে মিলটি চালু করা হয়েছে।

তারা আরও জানান, বিট এলাকার বলখেলা বাজার, কোটবাজালিয়া, চাঁদপুর ও পলাশ নতুন বাজারসহ কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে অবৈধ স’মিল চলছে। এগুলোতে প্রকাশ্যে গজারি গাছ চেরাই করা হলেও বিট অফিস নীরব ভূমিকা পালন করছে।

এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও বিট কর্মকর্তাকে পাওয়া যায়নি। বনপ্রহরী আবদুল হাই আলোকিত নিউজকে বলেন, আমি বাংলাদেশ বনপ্রহরী সমিতির সভাপতি। এটা নিয়ে নিউজ করার দরকার নেই।

আরও খবর