কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাসমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপী ধর্মঠাকুর বৈরাগী ঠাকুরের স্মরণে উপজেলার কালা গ্রামে ঠাকুরের আশ্রমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন।

আশ্রমের সভাপতি সুকেশ ঘোষ জানান, আজ থেকে দেড়শত বছর আগে বৈরাগী ঠাকুরের আশ্রমে এলাকার মানুষ সন্তান লাভ, রোগমুক্তি ও মনের বাসনা পূরণের জন্য মানসা করতেন। এরপর থেকেই মহাসমাবেশ ও পূজা অর্চনা চলছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কনক কান্তি দাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক আনারুল কবির মন্টু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টির প্রেসিডিয়াম সদস্য মিঠুন চৌধুরী, উপজেলা সভাপতি দীপক গুপ্ত, কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল ঘোষ, সাধারণ সম্পাদক জগবন্ধু সিংহ ও কালীগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বিপ্লব বিষ্ণু।

আরও খবর