যুদ্ধ করার মত বড় ও শ্রেষ্ঠ কাজ কিছুই হতে পারে না

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, একাত্তরে মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করে মৃতুঞ্জয়ী হয়েছেন। দেশ স্বাধীন করতে শহীদ এবং যুদ্ধ করার মত বড়, মহৎ ও শ্রেষ্ঠ কাজ কিছুই হতে পারে না।

রবিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি একটি প্রাইভেট বালিকা বিদ্যালয় উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের স্মারক সম্মাননা প্রদান করেন।

উপাচার্য বলেন, বাংলাদেশের সন্তান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. জাহিদ হাসান তাপস ৮৫ বছর পর ভাইল ফার্মিয়নের মত ক্ষুদ্রতম কণা আবিষ্কার করেন।

তিনি পদার্থবিজ্ঞানে গবেষণা করছেন। তার সহকর্মী গবেষকদের সাথে আমার কথা হয়েছে। তারা বলেছেন, তাপসের গবেষণা অনেক উঁচু মাপের। এক সময় নোবেল কমিটি তাকে পুরস্কৃত করার কথা ভাবতে পারে।

শিক্ষানুরাগী মোবারক হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. রহমত আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ প্রমুখ।