মিয়ানমারে নারী ও শিশুসহ ৩০ জনকে পুড়িয়ে হত্যা

ডেস্ক নিউজ : মিয়ানমারে নারী ও শিশুসহ অন্তত ৩০ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

দেশটির কায়া প্রদেশের হাপ্রুসো শহরে শুক্রবার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও কারেনি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

শনিবার সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনীর হাতে নিহত বৃদ্ধ, নারী ও শিশুসহ বাস্তুচ্যুত মানুষের পোড়া দেহ খুঁজে পাওয়া গেছে। আমরা মানবাধিকার লঙ্ঘনকারী এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। অস্ত্রধারীরা সাতটি গাড়িতে ছিলেন।

আরও খবর