শ্রীপুরে চাঁদাবাজির প্রতিবাদে ডিবির ৪ জনকে মারধর-ভাঙচুর

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে চার ডিবি পুলিশসহ পাঁচজনকে আটক করে মারধর করেছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে চাঁদাবাজির প্রতিবাদে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন গাজীপুর ডিবির এসআই খায়রুল ইসলাম, এএসআই মাহবুবুর রহমান, দুজন কনস্টেবল ও টঙ্গীর হোসেন মার্কেট এলাকার সোর্স রাসেল।

এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়।

আল-আমিন মুড়ি মিলের মালিক আবুল কালাম জানান, কয়েক দিন আগে ডিবি পুলিশ তার মিলে মুড়ির সাথে সার মেশানোর অভিযোগ এনে সাত লাখ টাকা দাবি করে। অন্যথায় মামলা ও ক্রসফায়ারের হুমকি দেয়। পরে দুই লাখ টাকা দিয়ে তারা রক্ষা পান।

এ ঘটনা ব্যবসায়ীদের জানালে তারা ঐক্যবদ্ধ হন। বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশ চাঁদার বাকি টাকা নিতে আবারও মিলে যায়। খবর পেয়ে ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে কয়েকজনকে আটক করা হয়। পরে ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে তাদেরকে আহত করে।

খবর পেয়ে শ্রীপুরের সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

আরও খবর