ট্রাম্পের আমেরিকায় মোদি আমন্ত্রিত
শেখর বৈদ্য, কলকাতা : নরেন্দ্র মোদিকে আমেরিকায় আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার রাত ১২টা নাগাদ প্রধানমন্ত্রীকে ফোন করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
তখনই দুই রাষ্ট্র প্রধানের মধ্যে সামরিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন বিষয়ে কথা হয়।
পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে মোদিকে টেলিফোনে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের প্রকৃত বন্ধু ভারত। সামরিক ক্ষেত্রে দিল্লিকে সব রকম সাহায্য করবে হোয়াইট হাউস।
তার শাসনকালে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও মনে করেন আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রীকে এমনই আশ্বাস দেওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস।