শাহজালালের শিক্ষার্থীদের আমরণ অনশন ভাঙালেন জাফর ইকবাল

আলোকিত প্রতিবেদক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন অবশেষে ভেঙেছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।

এর আগে তিনি ও তার স্ত্রী ইয়াসমিন হক ভোর চারটার দিকে অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন শুরু হয়।

পরে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও পুলিশের লাঠিপেটার ঘটনায় আন্দোলন এক দফা দাবিতে রূপ নেয়।

আমরণ অনশন কর্মসূচি শুরু হলে শিক্ষামন্ত্রী দীপু মনি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীসহ শিক্ষকরা একাধিকবার অনশন প্রত্যাহারের প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

জাফর ইকবাল অনশনকারীদের বলেন, তোমরা জান না কত বড় আন্দোলন করেছ। এখন সব বিশ্ববিদ্যালয় কাঁপছে। তোমরা যেটা চেয়েছ, সেটা পাবে।

শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলা ও প্রাক্তন পাঁচ শিক্ষার্থীর মুক্তি বিষয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আশ্বাস দিচ্ছি, মামলা প্রত্যাহার হবে।

আরও খবর