গাজীপুরে ওশান গার্মেন্টসে ডাকাতি : ৪ ডাকাত গুলিবিদ্ধ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে গার্মেন্টসে ডাকাতি করে পালানোর সময় ডিবির সঙ্গে গোলাগুলিতে চার ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর কড্ডা ইসলামপুর এলাকার ওশান গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
পুলিশ কাভার্ডভ্যানসহ মালামাল উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ চারজনকে আটক করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন : পাবনার সুলতান (৪২), টাঙ্গাইলের সালাম (৪০) ও মামুন (২৫) এবং দিনাজপুরের হামিদুল (৩০)।
ডিবি পুলিশ জানায়, ডাকাত দলের সদস্য মিজান কয়েক দিন আগে ওশান গার্মেন্টসে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি নেন। বৃহস্পতিবার রাতে তিনি ফ্যাক্টরির পাশের একটি দোকান থেকে অন্য সিকিউরিটি গার্ডদের পিঠা খাওয়ালে তারা অচেতন হয়ে পড়েন।
এরপর রাত আড়াইটার দিকে ১৫-১৬ জনের ডাকাত দল মাইক্রোবাসে এসে গার্মেন্টসে হানা দেয়।
তারা গোডাউন থেকে সুতা ও অন্যান্য মালামাল লুট করে ফ্যাক্টরির কাভার্ডভ্যানে নিয়ে পালানোর সময় টহলরত ডিবি পুলিশ অভিযান চালায়।
এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
এতে ওই চারজন গুলিবিদ্ধ হন। মিজানসহ বাকিরা পালিয়ে যান।