শ্রীপুরের এস এম কেমিক্যাল কারখানার দূষণের বিরুদ্ধে রুল জারি
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে এস এম কেমিক্যাল কারখানার দূষণের ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট।
এতে দুই সপ্তাহ সময় দিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালককে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সাথে পরিবেশ অধিদপ্তরের সচিব, গাজীপুর পুলিশ সুপার, শ্রীপুর থানার ওসি ও কারখানার এমডির ওপর রুল জারি করা হয়েছে।
রবিবার আইনজীবী হারুন অর রশীদ ফরিদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি তারিকুল হাকিম ও মো. ফারুকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আউয়াল জানান, ওই কারখানাটি মুলাইদ এলাকায় অবস্থিত। গত কয়েক বছরে এলাকার নলকূপের পানি বিষাক্ত হয়ে পড়েছে। এলাকাবাসী এর প্রতিবাদ জানালে কারখানার মালিক তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করেন।
পরে পরিবেশ দূষণ বেড়ে গেলে এলাকাবাসী গত ডিসেম্বরে মানববন্ধন করেন।
তখন উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলন কর্মসূচি স্থগিত হয়।
ঘটনাটি পরিবেশ অধিদপ্তরকে জানানো হলে সম্প্রতি কর্মকর্তারা এলাকায় এসে তদন্ত করেন।