পোশাক কারখানায় নির্যাতনের শিকার নারী শ্রমিক
আলোকিত প্রতিবেদক : পোশাক কারখানায় নারী শ্রমিকরা নানামুখী নির্যাতনের শিকার হন।
গাজীপুর ও ঢাকার বিভিন্ন কারখানার ১৫০ জন শ্রমিকের ওপর দ্বৈবচয়ন পদ্ধতিতে পরিচালিত গবেষণায় এসব তথ্য ওঠে আসে।
সোমবার নারী শ্রমিকদের নিয়ে কাজ করা ‘কর্মজীবী নারী’ আয়োজিত সেমিনারে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকির হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ প্রতিবেদনটি তৈরি করেন।
শ্রমিকদের ৮৪ শতাংশ মৌখিক নির্যাতনের শিকার হয়েছেন। মৌখিক নির্যাতন বলতে তারা বকাঝকা ও মা-বাবা তুলে গালাগাল করা বুঝিয়েছেন।
২০ শতাংশ শ্রমিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিক নির্যাতন বলতে তারা চড় ও শরীরের বিভিন্ন জায়গায় ধাক্কা দেওয়া বুঝিয়েছেন।
১২ শতাংশ শ্রমিক যৌন নির্যাতনের শিকার হয়েছেন। যৌন নির্যাতন বলতে তারা শরীরের বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিতভাবে হাত দেওয়া বুঝিয়েছেন।