বাইডেনের নির্দেশে সিরিয়ায় হামলা, ১৭ ইরানপন্থী নিহত
ডেস্ক নিউজ : সিরিয়ায় ইরান সমর্থিত দুটি বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন সেনাদের ওপর গত দুই সপ্তাহে কিছু রকেট হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ওই হামলায় ইরানপন্থী ১৭ জন নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর তার নির্দেশে এটাই প্রথম হামলা।
প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর সদস্যদের রক্ষায় বাইডেন প্রশাসন পদক্ষেপ নেবে-অভিযানের মধ্য দিয়ে এ বার্তাই পাঠানো হয়েছে।