সংসদ ভবনে স্বাধীনতার ঝলকানি
আলোকিত প্রতিবেদক : ভয়াল কালরাত ২৫ মার্চ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উজ্জ্বল আলোয় ঝলমল করছে জাতীয় সংসদ ভবন।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঝলকানি দিচ্ছে বাংলাদেশের প্রথম মানচিত্রের ত্রিমাত্রিক প্রতিচ্ছবি।
দেশের খ্যাতনামা শিল্পীদের কণ্ঠে ভেসে ওঠে দেশাত্মবোধ।
শুক্রবার সন্ধ্যার পর পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শোকেসিং বাংলাদেশ’ শিরোনামে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রমুখ।