কাপাসিয়ায় নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপিত
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও কাপাসিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একযোগে জাতীয় সংগীত, পুলিশ-আনসার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনী হয়।
অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা ও ওসি আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে ‘মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল কাপাসিয়া’ শীর্ষক সংবাদ, সামগ্রী ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।
পরে অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা প্রমুখ।