স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাংলাদেশের প্রশংসা করলেন ট্রাম্প
আলোকিত প্রতিবেদক : বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে বুধবার পাঠানো এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে এ কথা উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, আমি বাংলাদেশের স্বাধীনতাবার্ষিকী এবং ২০২১ সালে সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছেন, তখন আপনাকে ও দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, রক্তক্ষয়ী ও বিধ্বংসী স্বাধীনতাযুদ্ধের পর বিগত ৪৯ বছরে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতির সাথে এগিয়ে চলছে এবং কৃষি ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জন করছে।
ট্রাম্প আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়নের এই ধারায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের উভয় দেশের অর্থনীতি দুই দেশের জনগণের সমৃদ্ধিতে অবদান রাখায় আমি গর্বিত।