গণহত্যার জন্য পাকিস্তানিদের লজ্জা পাওয়া উচিত : পররাষ্ট্রমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা না চাওয়া খুবই দুঃখজনক। পাকিস্তানিদের লজ্জা পাওয়া উচিত।
তিনি বলেন, পাকিস্তানের মিলিটারি এত বড় অপকর্ম ও গণহত্যা করেছে, সব মানবিক আইন লঙ্ঘন করেছে। পাকিস্তানের সরকারের তাদের শাস্তি দেওয়া উচিত।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস, পাকিস্তানের তরুণ প্রজন্ম ক্ষমা চাওয়ার জন্য এগিয়ে আসবে। তারা ওয়াদা করেছিল, ১৯৫ জন যুদ্ধাপরাধীকে শাস্তি দেবে।