ঢাকা ও কাশিমপুরে ৩ খুন : হত্যাকারীদের শাস্তি চাইলেন খালেদা জিয়া
আলোকিত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর কলাবাগানে মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুবকে কুপিয়ে হত্যা এবং গাজীপুরের কাশিমপুর কারাগারের পাশে সাবেক কারারক্ষী রুস্তম আলীকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি তাদের হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খালেদা জিয়া বলেন, দেশ পরিচালনায় সরকারের যেহেতু জনগণের সমর্থন নেই, সেহেতু খুন-জখম টিকিয়ে রাখাকে তারা পরিত্রাণের পথ মনে করছে।
তিনি বলেন, কিছুদিন ধরে দেশব্যাপী বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও বিদেশি হত্যার ঘটনাগুলোতেও তারা একের পর এক অপপ্রচার চালিয়েছে। বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে। প্রতিটি হত্যাকান্ডের দায় এই সরকারকে নিতে হবে।