শ্রীলঙ্কায় ২৫৩ খুনে ৬ জঙ্গির ছবি প্রকাশ

ডেস্ক নিউজ : শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন তিন নারীসহ ছয়জনের ছবি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার ছবি প্রকাশ করে তাদের ব্যাপারে জনগণের কাছ থেকে তথ্য আহ্বান করেছে পুলিশ।

এনডিটিভির খবরে বলা হয়, এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের হেফাজতে রয়েছেন ৭৬ জন।

তাদের বেশির ভাগই তাওহীদ জামাতের সদস্য। আইএস হামলার দায় স্বীকার করলেও দেশটির সরকার ওই গ্রুপকে দায়ী করছে।

গত রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী কলম্বো ও তার আশপাশের গির্জা ও হোটেলে বোমা বিস্ফোরণ হয়।

এতে বিদেশি ও শিশুসহ ২৫৩ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন।

আরও খবর