গাজীপুর সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শোডাউন না করার নির্দেশ

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের শোডাউন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল (২৭ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচজনের অধিক নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না। আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে ওয়ার্ড ৫৭টি। মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন।

মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারে শেষ সময় ৮ মে।

নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ইভিএমে ভোট গ্রহণ হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।

আরও খবর