বগুড়ায় ভিপি নুরসহ ১৩ জনকে পেটাল ছাত্রলীগ

আলোকিত প্রতিবেদক : ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ ১৩ জন আহত হয়েছেন।

রবিবার বিকেল পাঁচটার দিকে বগুড়া শহরের উডবার্ণ সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।

তাদের মধ্যে নুরসহ চারজনকে ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দিলেও নিরাপত্তাহীনতার কারণে তারা ঢাকায় রওনা দেন।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম জানান, তারা গণগ্রন্থাহার মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন। পাশের শহীদ টিটু মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ।

পাশাপাশি দুটি সংগঠনের কর্মসূচির কারণে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্থগিতের জন্য বলা হয়। নুরসহ ঢাকা থেকে আসা অতিথিদের সাথে বসে কথা বলার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকাইয়া আক্তার অ্যানি জানান, নুরের মুখ, কপাল ও পায়ে, আপনের ঘাড়ে, রাতুলের পায়ে এবং ফারুকের শরীরে একাধিক জখম ছিল।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস দাবি করেন, নুর কোট আন্দোলনকারী শিবির কর্মীদের নিয়ে সভার আয়োজন করেছিলেন। সাধারণ ছাত্ররা তাদের প্রতিরোধ করেছেন।

সদর থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই নুরসহ কয়েকজনের ওপর হামলা হয়েছে।

আরও খবর