কাপাসিয়ায় চাল আত্মসাতের অভিযোগে মেম্বারের জেল

হাসিব খান : গাজীপুরের কাপাসিয়ায় চাল আত্মসাতের অভিযোগে এক মেম্বারকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

অভিযুক্ত বোরহান উদ্দিন রায়েদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের (বিবাদীয়া ও রায়েদ) মেম্বার।

ইউএনও আলোকিত নিউজকে জানান, ওই মেম্বার নিজে ১০ টাকা কেজি চালের ছয়টি কার্ডে ৩০ কেজি করে চাল ছয় মাস ধরে উত্তোলন করছিলেন।

তিনি আরও জানান, অভিযানে মেম্বারের বাড়ি থেকে ৬০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী বলছেন, বোরহান মেম্বারের সাথে পরিষদের দূরত্ব চলছে। এরপরও তিনি যদি এসব করে থাকেন, তাহলে আলোচিত অন্যদের অবস্থা কী, তা বোঝা যাচ্ছে।

আরও খবর