গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে সেটি আত্মঘাতী হবে : অর্থমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে সেটি আত্মঘাতী হবে, আমরাও সেটি বুঝি। আমরা চাই প্রভাবটা যেন কম পড়ে।
তিনি বলেন, সব জিনিস যেন সহনীয় পর্যায়ে থাকে, সেই ব্যবস্থা করব। সেজন্য সরকার নিজেই কনজ্যুমারের সঙ্গে শেয়ার করে নিচ্ছে।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এ বাজেটে নিচু, মাঝারি, উচ্চ সব শ্রেণির মানুষকে বিবেচনায় নেওয়া হয়েছে। যদি বড় কাউকে সুযোগ-সুবিধা দেওয়া হয়, সে ক্ষেত্রে মূল লক্ষ্য থাকে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে কি না।