গাজীপুরে নৌকার আজমত উল্লাকে হারিয়ে জায়েদা খাতুন বিজয়ী

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন বিজয়ী হয়েছেন।

তিনি জিসিসির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। এর মধ্য দিয়ে নগরবাসী প্রথম নারী মেয়র পেল।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মোট ৪৮০ কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

জায়েদা খাতুন পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

দেশ-বিদেশে আলোচিত এই তৃতীয় নির্বাচনে জায়েদা খাতুন নৌকা প্রতীকের প্রার্থীকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারালেন।

এদিকে ফলাফল ঘোষণার পর বঙ্গতাজ অডিটরিয়ামের বাইরে ও বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের প্রথম সিটি নির্বাচনেও আজমত উল্লা খান প্রয়াত বিএনপি নেতা এম এ মান্নানের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন।

আরও খবর