বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির নতুন কমিটি গঠিত

আলোকিত প্রতিবেদক : বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ২২ জুলাই রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে সমিতির এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সমিতির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক জগদীশ এশকে নির্বাহী সম্পাদক, নয়জনকে প্রেসিডিয়াম সদস্য ও ১২ সদস্যের সম্পাদক মন্ডলীসহ ৪৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক মন্ত্রী আবদুল মান্নান খান প্রেসিডিয়াম সদস্য, ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক আকতারুজ্জামান প্রেসিডিয়াম সদস্য, সারা যাকের প্রেসিডিয়াম সদস্য, নূরুর রহমান সেলিম প্রেসিডিয়াম সদস্য, প্রাক্তন রাষ্ট্রদূত মমতাজ হোসেন সদস্য, অধ্যাপক কবি রুবি রহমান সদস্য প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন রাশিয়ান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সার্গেই আর্কাদিভিচ পাপভ, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক, মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত প্রমুখ।

আরও খবর