শিক্ষক আলী আকবরের কবিতা ‘মোবাইল তুমি’

মোবাইল তুমি

-আলী আকবর

মোবাইল তুমি যুগের মেশিন

আজব যে এক ফাঁদ

তোমার তরে ভুলতে বসেছি

পত্র লেখার স্বাদ।

মোবাইল তুমি মায়াবী জাল

মিথ্যা বলার যন্ত্র

তোমার পরশে বিলীন এখন

অধ্যবসায়ের মন্ত্র।

মোবাইল তুমি মরণ নেশা

শিক্ষার্থীদের চোখে

তোমার মোহে ছিন্ন আজি

পড়ার গুঞ্জন মুখে।

মোবাইল তুমি ভাইরাল ভাইরাস

যতো ভালো-মন্দ

তোমার ত্রাসে অতল গহিনে

জীবন চলার ছন্দ।

মোবাইল তুমি করছো গ্রাস

সুখের সংসার যতো

পরকীয়ার কীর্ত্তনধ্বনি

আর শুনব কতো।

মোবাইল তুমি নারীর ভূষণ

লজ্জা নিলে কেড়ে

তোমার জন্য সোনার বাংলায়

ধর্ষণ গেছে বেড়ে।

মোবাইল তুমি গুজব রটার

পাক্কা যে এক অস্ত্র

তোমার থাবায় জীবন প্রদীপ

নিভছে যে সহস্র।

ছিলাম সুখে অতীত যুগে

এখন হাহাকার

মোবাইল তুমি ফিরিয়ে দাও

মোদের সোনালি কাল।

আলী আকবর : সহকারী শিক্ষক, গাছা উচ্চ বিদ্যালয়, গাজীপুর।

আরও খবর