গাজীপুরে বেতন না দিয়ে শ্রমিক বের করে দেওয়ায় লিগ্যাল নোটিশ

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ন্যায্য বেতন-ভাতা না দিয়ে এক শ্রমিককে বের করে দিয়েছে অ্যাপারেল মিউজিয়াম লিমিটেড নামের পোশাক কারখানা।

কারখানাটি মহানগরীর গাজীপুরা এলাকার সাতাইশ রোডের রাফি ফাহিম কমপ্লেক্সে অবস্থিত।

ভুক্তভোগী শ্রমিক মো. জুয়েল অভিযোগ করেন, তিনি ওই কারখানায় গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে আয়রন ফিনিশিং অপারেটর পদে চাকরি করতেন। তার কার্ড নং ৩৭১৫। গত ১৮ এপ্রিল কাজ শেষে মালিক পক্ষ তাকে মৌখিকভাবে বের করে দেয়।

শ্রম আইন অনুযায়ী, কোন শ্রমিককে টার্মিনেট করতে হলে তাকে টার্মিনেট ও সার্ভিস বেনিফিট পরিশোধ করতে হয়।

কিন্তু অ্যাপারেল মিউজিয়াম ওই আইনের তোয়াক্কা করেনি।

এ ঘটনায় কারখানাটির এমডিকে লিগ্যাল নোটিশ করা হয়েছে।

এ ব্যাপারে গাজীপুর বারের আইনজীবী আসাদুল্লাহ বাদল আলোকিত নিউজকে বলেন, নোটিশে কারখানার এমডিকে আইনগত পাওনাদি সাত দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় শ্রম আদালতে মামলা করা হবে।

আরও খবর