চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই, মারামারি কেন : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ না থাকলেও এখানে এসে নাটক করে। খালেদা জিয়া বা তারেক কি কখনো তার লাশ দেখেছে?
তিনি বলেন, ওখানে একটা বাক্স নিয়ে এসেছিল। সেখানে গিয়ে মারামারি-ধস্তাধস্তি কেন?
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, তার কোন প্রমাণ নেই। তিনি খুনি মোশতাকের মূল শক্তি ছিলেন।
জিয়া দেশের স্বাধীনতা ও অস্তিত্বে কখনো বিশ্বাস করতেন না। তাকে ধরে এনে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করানো হয়।
বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জাতির পিতা স্নেহ করতেন। সে জন্য সেনাবাহিনীতে উপ-প্রধান পদ না থাকলেও জিয়াউর রহমানের সংসার রক্ষায় ঢাকায় এনে তাকে সে পদ দিয়েছিলেন।
জিয়াউর রহমান সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে গিয়েছিল। জনগণ তাকে ঘেরাও করে আটকও করে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে স্মরণসভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।