পাকিস্তানে ভয়াবহ বন্যায় জরুরি অবস্থা জারি, নিহত ৯৩৭
ডেস্ক নিউজ : পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৭ জনে দাঁড়িয়েছে।
এ অবস্থায় দেশটিতে জলবায়ু সংকটজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, নিহতদের মধ্যে ৩৪৩ জন শিশু। বাড়িঘর হারিয়ে অন্তত তিন কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় দেশটির সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত অস্বাভাবিক বৃষ্টিপাতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমান সাংবাদিকদের বলেন, ওয়ার রুম থেকে সারা দেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। দুর্গত এলাকায় হেলিকপ্টারে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে।