ডিজিটাল আইনের মামলায় কাপাসিয়ার ৫ সাংবাদিককে অব্যাহতি

আলোকিত প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা থেকে গাজীপুরের কাপাসিয়ার পাঁচ সাংবাদিক অব্যাহতি পেয়েছেন।

ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, আমাদের সময়ের প্রতিনিধি জাকির হোসেন কামাল, মানবকণ্ঠের হাসিব খান ও মিজান খান শিমুল।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম।

অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, চার্জ গঠনের উপাদান না থাকায় আদালত মামলা থেকে আসামিদের অব্যাহতি দিয়েছেন। আদেশে আমরা সন্তুষ্ট।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে উপজেলার বরুন গ্রামে বাসর ঘর থেকে এক তরুণী স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরে তার স্বামী থানায় অভিযোগ দেন।

এ নিয়ে সংবাদ প্রকাশ করায় ওই তরুণী সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। পরে পুলিশ চার্জশিট দাখিল করলে গাজীপুরের সহকারী জজ আদালত থেকে মামলাটি সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

ভুক্তভোগীরা জানান, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলার পেছনে এক চিহ্নিত দালাল সাংবাদিকের ইন্ধন ছিল। পুলিশ সুষ্ঠু তদন্ত না করায় তিন বছর ভোগান্তি পোহাতে হয়েছে।

আরও খবর