‘কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে’

আলোকিত প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক এলাকায় বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শিগগিরই শুরু হবে। সেখানে ৮০ একর জমির ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন কলেজের নতুন ক্যাম্পাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জাহিদ আহসান রাসেল ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফেরদৌসী পারভীন, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

আরও খবর