কাপাসিয়ার কপালেশ্বরে অবশেষে কয়লা দূষণের অবসান

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় নিলামে বিক্রির পরও চালু থাকা কয়লা কারখানা অবশেষে বন্ধ হয়েছে।

উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে গড়ে ওঠা কারখানাটিতে লাকড়ি পুড়িয়ে দূষণ চলছিল।

বিষয়টির ওপর গত ২১ অক্টোবর আলোকিত নিউজ ডটকমে ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা নিলামে মালামাল ক্রয়কারী আবুল কাশেমকে উৎপাদন বন্ধের নির্দেশ দেন।

সোমবার গিয়ে দেখা যায়, চুল্লি ভাঙা হচ্ছে। শ্রমিকরা বিভিন্ন মালামাল গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন।

কাশেম আলোকিত নিউজকে বলেন, সংবাদ প্রকাশের পর ইউএনও তাকে মালামাল নিয়ে চলে যেতে বলেছেন। বৃষ্টি থাকায় দেরি হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরার নেতৃত্বে কারখানাটিতে দ্বিতীয়বারের মত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

তখন কয়লা, লাকড়ি ও ইটসহ অন্যান্য মালামাল তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামের আবুল কাশেম নিলামে এক লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেন।

এরপর তিনি মালামাল অন্যত্র না নিয়ে চারটি চুল্লিতে কয়লা উৎপাদন করে ব্যাটারির সিসা গলানোর কারখানায় বিক্রি শুরু করেন।

কয়েক মাস আগে শ্রীপুরের জামান আধা বিঘা জমি ভাড়া নিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই কারখানাটি গড়ে তুলেন।

আরও পড়ুন : কাপাসিয়ার কপালেশ্বরে কয়লা কারখানার দূষণ চলছেই (ভিডিও)

আরও খবর