ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করা মুসলিমদের ওপর হামলা
ডেস্ক নিউজ : ইসলামী চ্যানেল পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েক ভারতে তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করাকে সাম্প্রদায়িক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।
তিনি একে ন্যায় বিচার, শান্তি, গণতন্ত্র ও মুসলিমদের ওপর হামলা বলেও উল্লেখ করেন।
একই সাথে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন জাকির নায়েক।
শুক্রবার একটি খোলা চিঠিতে তিনি এসব কথা বলেন।
জাকির নায়েক অভিযোগ করেন, আইআরএফ নিষিদ্ধের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। এমনকি তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়।