ফেসবুকে নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক ওই যুবকের নাম কাজী তৌহিদ (৩৪)। তার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে।
শনিবার সকালে বিজয়নগর থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা সাংবাদিকদের জানান, ফেসবুকে নবীজীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তৌহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।