শ্রীপুরের রাজাকারপুত্র মোমতাজীকে সরকারি দায়িত্ব থেকে অপসারণের দাবি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরের রাজাকারপুত্র আবদুল মান্নানের ছেলে সাব্বির আহমেদ মোমতাজীকে সরকারি বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণের দাবি উঠেছে।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গি-রাজাকার নির্মূল মঞ্চের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের আবদুল মান্নান একাত্তরে শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকায় রাজাকার বাহিনী গঠন করে পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধা পরিবার ও নিরীহ মানুষের ওপর ব্যাপক নির্যাতন চালান।
১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর ২১ বা ২২ ডিসেম্বর রাজেন্দ্রপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধারা তাকে পিটুনি দিয়ে ও গুলি করে হত্যা করেন।
এই রাজাকারের ছেলে মোমতাজী আরবি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক ট্রাস্ট ফান্ডের সদস্যসহ বিভিন্ন সংস্থার সাথে নিয়োজিত আছেন।
তার কাছে মাদ্রাসা বোর্ড ও আরবি বিশ্ববিদ্যালয় জিম্মি হয়ে পড়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকরা প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছেন।