ঢাকা প্রেসক্লাবের কমিটি গঠিত : প্রতারকরা সক্রিয়!
আলোকিত প্রতিবেদক : ঢাকা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে সমাজসেবা কার্যালয়।
গত ২৭ নভেম্বর সাধারণ সভায় নির্বাচন কমিশন ঘোষিত ১১ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে দীপংকর গৌতম (সমকাল) সভাপতি ও সাদেক মাহমুদ পাভেল (খবরপত্র) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান আবুল বাশার স্বাক্ষরিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি এম এ সেলিম, মঞ্জুর হোসেন মজুমদার (সবুজ বাংলাদেশ), যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ (অন্যদিগন্ত), প্রচার সম্পাদক বাপ্পাদিত্য বসু, দপ্তর সম্পাদক রিফাত সুলতানা নিপু, সমাজকল্য্যাণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল আহম্মেদ তৌফিক, নির্বাহী সদস্য মাহবুবুর রহমান।
এদিকে কয়েকজন নামধারী সাংবাদিক ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রতারণা করে বেড়াচ্ছেন। ২৯ ডিসেম্বর তাদের নির্বাচন বলেও প্রচার দেওয়া হচ্ছে।
এর আগে সাধারণ সম্পাদক পরিচয়ে প্রতারণা করায় কাজী ফরিদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়। মামলা নং ৩৩/২০১২। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।