ভারতকে নিয়ে ট্রাম্পের বিশ্বশক্তির নতুন জোট?
শেখর বৈদ্য, কলকাতা : আমেরিকা-ইসরায়েল ও ভারত। বিশ্ব কূটনৈতিক মানচিত্রে যোগ হচ্ছে নতুন অক্ষ।
বদলে যাচ্ছে আন্তর্জাতিক শক্তি সমীকরণের রূপ।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শাসনভার হাতে নিয়েই সে রকম ইঙ্গিত দিচ্ছেন।
দীর্ঘদিনের শৈত্য ভুলে ভ্লাদিমির পুতিনের রাশিয়া ক্রমেই চীন ও পাকিস্তানের সাথে সখ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার দিকে ঝুঁকছে।
বারাক ওবামার শেষ লগ্নে একের পর এক বিশ্ব সম্মেলনে সেই প্রবণতা প্রকট হয়েছে।
এবার পাল্টা শক্তিমঞ্চের বার্তা দিতে শুরু করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প।