আলী আকবরের কবিতা ‘আমার কাপাসিয়া’

আমার কাপাসিয়া

-আলী আকবর

আমি গর্ব করি ভালোবাসি

হে মোর কাপাসিয়া

তোমার অঙ্গে এত রূপ

যেন মোর বোন পরশিয়া।

দক্ষিণে তোমার বয়েছে নদী শীতলক্ষ্যা

উত্তরে মোর বাড়ি

ইচ্ছে হলেই পাড়ি জমাই

সাজিয়ে ছোট্ট তরী।

তোমার দীঘির ঐ কালো জলে

ফুটছে শাপলা ফুল

হাত বাড়িয়ে ডাকছে মোরে

ওরা যে প্রেমেই মশগুল।

এইখানেতে জন্ম আমার

বঙ্গতাজের বাড়ি

তোমার কোলে মাথা রেখে

আমি যেন গো মরি।

আরও খবর