চীনে ভয়াবহ ‘করোনা ভাইরাসে’ ৮০ জনের মৃত্যু
ডেস্ক নিউজ : চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার বিবিসির খবরে বলা হয়, ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশে ৭৬ জন মারা গেছে।
এ ছাড়া সংক্রমিত দুই হাজার ৭৪৪ জনের মধ্যে তিন শতাধিক মানুষের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানায়, করোনা ভাইরাসে আগের চেয়ে আরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছে।
ভাইরাসের দ্রুত বিস্তারের কারণে উহান শহরের জীবনযাত্রা অবরুদ্ধ হয়ে পড়েছে।
প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি বৈঠকে বলেছেন, তার দেশ ভাইরাসের কারণে ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
চীনের বাইরে যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশে দুই হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে।