চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১
আলোকিত প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন (২৮) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের সমর্থক বলে দাবি করা হয়েছে।
কুমিল্লার বুড়িচং এলাকার মৃত সুলতান উদ্দিনের ছেলে আলাউদ্দিন আমবাগান এলাকায় ভাড়া থাকতেন।
আধিপত্য বিস্তারের জের ধরে আওয়ামী লীগের প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়।
এদিকে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।
এ ঘটনায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে আটক করেছে পুলিশ।
আমবাগান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, কেন্দ্রের ভেতরে ভোট চলছে। বাইরে সংঘর্ষে একজন মারা গেছেন।